ট্রাইটন একটি গ্রহের নাম
যে গ্রহটির দিকে তারা এগিয়ে যাচ্ছে, সেটির নাম ট্রাইটন। এটি অবশ্য তার সত্যিকারের নাম নয়, গ্রহটির সত্যিকার নাম হল একটি বিদঘুটে সংখ্যা। সংখ্যাটি বিদঘুটে হলেও অর্থহীন নয়। প্রথম ছয়টি সংখ্যা দিয়ে তার অবস্থান, এবং পরের চারটি দিয়ে তার আকার-আকৃতি প্রকাশ করা হয়। অনুসন্ধাকারী কোন দল যখন কোন অভিযানে বের হয়, তখন তাদেরকে বিদঘুটে সংখ্যা ছাড়াও ব্যাবহার করার জন্য গ্রহটির সাময়িক একটা নাম দেওয়া হয়। কিছু বিজ্ঞানী একটি গ্রহ সম্বন্ধে খোজ নিতে যান, গ্রহকে গ্রহ হতে হলে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হয়, কিন্তু উক্ত গ্রহটি তা না মেনেই দিব্যি মহাকাশে ঘুরপাক খাচ্ছে। কেন এমন হল, তা জানতে গিয়েই হল বিপত্তি।