এবার কাকাবাবুর প্রতিশোধ
এ সিরিজের অন্যান্য উপন্যাসের চেয়ে 'এবার কাকাবাবুর প্রতিশোধ' একেবারেই ভিন্ন ধরণের। এই ভিন্নতা শুধু কথার কথা নয়, আক্ষরিক অর্থেই। সাধারণত কাকাবাবুকে আমরা দেখি যে তাঁর কঠিন মানসিক শক্তির আড়ালে একটা কোমল মনও আছে। যে কারণে কোন লোক তাঁর যত বড় শত্রুই হোক না কেন, তার প্রতি তিনি হিংস্রভাবে চড়াও হন না। কিন্তু এই উপন্যাসে বাস্তবিকই কাকাবাবুকে বিধ্বংসী ভূমিকায় দেখা যাবে।