আর কতদিন
“তবু মানুষের এ দীনতার বুঝি শেষ নেই।
শেষ নেই মৃত্যুরও।
তবু মানুষ মানুষকে হত্যা করে।
ধর্মের নামে।
বর্ণের নামে।
জাতীয়তার নামে।
সংস্কৃতির নামে।
এই বর্বরতাই অনাদিকাল ধরে আমাদের এই পৃথিবীর শান্তিকে বিপন্ন করেছে।”
উপন্যাস কতটা চমকপ্রদ ও বহমান ঐতিহাসিক নদীস্বরূপ রুপক নিয়ে শুরু হতে পারে তা এ কথাগুলোতে লুক্কায়িত। রাখঢাক নেই, পরিচয় নেই, প্রতিষ্ঠা নেই তথাপি শুরু হয়ে গেল গল্প। সে গল্প আবার বর্তমান সময়ের। না, ভুল বলা হলো! শুধুমাত্র কোনো নির্দিষ্ট সময়ের বেড়াজালে আটকে নেই এটি। অনাদিকাল ধরে চলে আসা গল্প।